দৃশ্যপট

ডালিয়া নাহার | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

তোমার জন্য বৃষ্টি ঝরে কখন তুমি আসবে?
চায়ের কাপে ধোঁয়া ওঠে আলস্যে এক চুমুক কবে?
বৃষ্টি ঝরে অবাধ্য, ব্যাকুলতা তোমার সান্নিধ্যের।

তুমি আসবে মেঘে ভেসে ভেসে।
তুমি আসবে ধীর পায়ে
আরব্য রজনীর আলিফ লায়লা গল্পের শেষে
তুমি আসবে দ্রুত লয়ে অলিন্দ নিলয়ে।

তবে তুমি আসছো নিউমার্কেট হয়ে সোজা গোলচত্বর পেরিয়ে
কোতোয়ালির পাশ ধরে দেয়ালের লিখন
গুজবে কান দিবেন না।

পত্রিকার পাতা বাতাসে ওড়ে উৎসুক তোমাতে
খোশগল্পে মাতে।
ব্যস্ত তুমি কীবোর্ড লাইক কমেন্টে
একাগ্রচিত্তে চা জুড়িয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধঅন্তিমে প্রেমময় সন্ধ্যা
পরবর্তী নিবন্ধপতেঙ্গা মকবুল আহমেদ হাউজিং সোসাইটিতে সভা