দুর্যোগ সম্পর্কে জ্ঞান ও প্রচার বাড়াতে হবে

সীতাকুণ্ডে মহড়ায় এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর বাস্তবায়নে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার সীতাকুণ্ডস্থ বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে জনসচেতনতায় মহড়া এবং রেড ক্রিসেন্ট সোসাইটির গিয়ার বিতরণ সম্পন্ন হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন, দিদারুল আলম এমপি। উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, আবদুল ব্বারী, শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সিপিপি চট্টগ্রামের উপ পরিচালক হাফিজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান। প্রধান অতিথি দিদারুল আলম এমপি বলেন, সমুদ্র উপকূলীয় উপজেলাসমূহে সব সময় এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে দুর্যোগ সম্পর্কে জ্ঞান এবং প্রচার বেগবান হবে। আমার প্রত্যেকটি ইউনিয়ন মানুষকে সচেতন করে তাদেরকে নিজ উদ্যোগে দুর্যোগ মোকাবেলার সাহস দিতে হবে।

উদ্বোধক এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত সিপিপি ও রেড ক্রিসেন্ট সব সময় মানুষের কল্যাণে কাজ করা যায়। দুর্যোগ প্রস্তুতির মহড়ায় দুর্যোগ মোকাবেলার হাতিয়ার। দুর্যোগে আমাদের প্রত্যেকের নিজের মনোবলকে দৃঢ় করে মোকাবেলা করতে হবে। শিক্ষার্থী, কুমিরা ফায়ার সার্ভিস, সিপিপি সীতাকুণ্ড ও যুব রেড ক্রিসেন্ট সীতাকুণ্ড উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়। শেষে স্বেচ্ছাসেবকদের সোসাইটির গিয়ার সামগ্রী বিতরণ, অংশগ্রহণকারীদের উপহার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিআইপি অহিদ সিরাজের সাথে সাতকানিয়া সমিতির সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সভা