দুর্যোগ মোকাবেলায় স্কাউটস সদস্যদের ভূমিকা অনস্বীকার্য

কাপ্তাইয়ে মহাতাঁবু জলসায় বক্তারা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

প্রাকৃতিক দুর্যোগের সময় কিভাবে নিজেকে রক্ষা করে সর্বস্তরের জনগণকে নিরাপদ রাখা যায় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়িয়ে মানুষকে দ্রুততম সময়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া যায় সেই বিষয়ে সবাইকে সচেতন করতে বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী মহাতাঁবুজলসার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটসের জেলা কমিশনার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী।

এ উপলক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক কোর্সে বাংলাদেশ স্কাউটসের রোভার, রেলওয়ে এবং নৌ অঞ্চলের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী হাতে সনদ পত্র তুলে দেন। তিনি বলেন, যেকোনও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের স্কাউটসের সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার জুলহাস ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, জেলা নৌ স্কাউটসের সচিব কমান্ডার মাহবুব শাহজালাল এবং বাংলাদেশ স্কাউটসের দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে কোঅর্ডিনেটর শবনম জেবিন।

পূর্ববর্তী নিবন্ধথ্যালাসেমিয়ার বিস্তার রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আইন প্রণয়ন জরুরি
পরবর্তী নিবন্ধঘুমধুম থেকে বিয়ার ও বিদেশী মদসহ মোটরসাইকেল জব্দ