দুর্ঘটনা রোধে ফুটপাত হোক দখলমুক্ত

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

প্রতিনিয়তই রাস্তায় ঝড়ছে তাজা প্রাণ! পত্রপত্রিকাগুলো খুললেই রোড এক্সিডেন্টের খবর চোখে পড়ে। এ সমস্যা ও সমাধান নিয়ে প্রায় নিয়মিত প্রিন্ট পত্রিকায় কলাম ছাপানো হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা! সবাই নিজ নিজ খেয়াল খুশিমতো রাস্তায় চলছে। মানা হচ্ছে না সঠিকভাবে ট্রাফিক আইন। শহরের রাস্তাগুলোতে দুর্ঘটনার ঘটনা সবচেয়ে বেশি। রাস্তা দিয়ে বড়ছোট মাঝারি ধরনের গাড়ি চলে। যার কারণে রাস্তার ফুটপাত ব্যবহার করে পথচারীরা। ফুটপাতগুলো তৈরি করা হয় যাতে মূল রাস্তা দিয়ে কেউ না হাঁটে, রাস্তার দুপাশের ফুটপাতগুলো ব্যবহার করার ফলে দুর্ঘটনা রোধ হবে। শহরের বেশিরভাগ ফুটপাত দখল করে হকাররা কিংবা ছোটখাটো ভ্রাম্যমান ব্যবসায়িরা। এ অবৈধ দখলে ব্যবসা চালিয়ে যাচ্ছে দিব্যি! যেকারণে পথচারীরা ফুটপাতে হাঁটার সুযোগ না পেয়ে মূল রাস্তার ধার দিয়ে হাঁটছে। পথচারীদের এমন অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই দুর্ঘটনা কমাতে ফুটপাতগুলোর দখলমুক্তকরণে পদক্ষেপ নেয়া একান্ত জরুরি।

মো. রায়হান আলী

আইনজীবী জজ কোর্ট,

খুলনা।

পূর্ববর্তী নিবন্ধঅমিয় চক্রবর্তী : আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ
পরবর্তী নিবন্ধমানসিকতার পতন