দুর্গাপূজার আগে সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ

প্যাচ ওয়ার্ক পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান প্যাচ ওয়ার্কের মাধ্যমে সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নাছিরাবাদ সিএন্ডবি কলোনির সামনের সড়ক ও ফিরিঙ্গি বাজার সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বৃষ্টির কারণে যেসকল সড়কে খানা-খন্দ সৃষ্টি হয়েছে তা আসন্ন দুর্গোৎসবের পূর্বেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, বর্তমানে সড়ক সংস্কার কাজে আধুনিক প্রযুক্তির কোল্ড রেডিমিক্স ব্যবহার করা হচ্ছে। তাই বৃষ্টির মাঝেও সড়ক সংস্কারে কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে নগরীর নূর আহমদ সড়ক, আবদুল করিম সাহিত্য বিশারদ সড়কসহ বিভিন্ন সড়কে কোল্ড রেডিমিঙ ব্যবহার করা হয়েছে। তিনি প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাধারণ বিটুমিন ব্যবহারের পাশাপাশি কোল্ড রোডিমিঙ ব্যবহারের নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাংবাদিক ডেইজি মওদুদ, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, সহকারী প্রকৌশলী তৌহিদুল হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব ফিনিক্স ও প্রেসিডেন্সির চিলড্রেন ফিটনেস ইক্যুইপমেন্ট বিতরণ
পরবর্তী নিবন্ধঅন্ধ হয়ে আসা চোখের সাথে