দুই হত্যা মামলার আসামি ১৭ বছর পর ধরা

ধরা না পড়তে ঘন ঘন স্থান বদল করতেন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৭ বছর পর র‌্যাবের হাতে ধরা পড়েছেন মো. নুরুল আলম নামে পেকুয়ায় দুই হত্যা মামলার আসামি। গত শনিবার বিকালে চকরিয়ার মগনামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আলম পেকুয়ার আলিঙ্গা কাটা এলাকার হোছেন আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, ২০০৪ সালে মো. উকিল নামে এক ব্যক্তি মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে নুরুল আলম তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যান। এরপর ২০১৪ সালে তার চাচা নাজির আহমদকে পারিবারিক কলহের জের ধরে খুন করেন। এ ঘটনায়ও নুরুল আলম মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী ছিলেন। এসব ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। ১৭ বছর ধরে নিজের এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ধরা না পড়ার জন্য ঘন ঘন স্থান বদল করতেন তিনি। পরবর্তীতে আবার নিজের এলাকায় এসে আধিপত্য বিস্তার করতে শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধমোমেন-ব্লিংকেন বৈঠক আজ
পরবর্তী নিবন্ধবডি রং করে রাস্তায় লক্কর-ঝক্কর গাড়ি