দুই সদস্যের তদন্ত কমিটি গঠন

চসিক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) যান্ত্রিক উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাকের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার এ কমিটি গঠন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয় চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল ইসলামকে। কমিটির সদস্য হচ্ছেন অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। তাদের ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়। তদন্তের স্বার্থে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
প্রধান নির্বাহী মো. শহীদুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, দীর্ঘ দুই বছর যাবত প্ল্যান্ট ভাড়া, রোলার ভাড়া, মরদেহ পরিবহন ভাড়া সিটি কর্পোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়। আদেশে আরো বলা হয়, সুদীপ বসাকের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশস্থ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের পাশে দুইটি দোকান অনৈতিকভাবে বরাদ্দ নেয়া প্রসঙ্গে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টিও তদন্ত করবে কমিটি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ জানুয়ারি ‘সৌন্দর্যবর্ধন নাকি বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত দৈনিক আজাদীর একটি প্রতিবেদনে পাঁচলাইশস্থ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সৌন্দর্যবর্ধনের নামে পরিত্যক্ত জায়গায় চসিকের অনুমোদনে বাণিজ্যিকভাবে দুটি দোকান নির্মাণের তথ্য উঠে এসে। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চসিকের সাধারণ সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন মেয়র।

পূর্ববর্তী নিবন্ধ১৫ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ২৯ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমানুষ বন্ধক রেখে মাদক পাচার