দুই কোরিয়ার চিঠি বিনিময়, দক্ষিণের নেতার বিরল প্রশংসায় কিম

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জংউন ‘বন্ধুত্বপূর্ণ চিঠি’ বিনিময় করেছেন। এতে দু’দেশের সম্পর্কোন্নয়নের চেষ্টার জন্য মুন জে-ইনের বিরল প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন কিম।

কয়েকদিন পরই ক্ষমতার পালাবদল হতে চলেছে দক্ষিণ কোরিয়ায়। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন রক্ষণশীল ইয়ন সুক ইয়ল, যিনি এরই মধ্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। খবর বিডিনিউজের।

ক্ষমতায় এই পরিবর্তনের আগে দিয়ে প্রেসিডেন্ট মুনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের উষ্ণ ভাষার এই বিদায়ী চিঠি বিনিময় হল। মূলত মুনের পাঠানো চিঠির জবাব দিয়েছেন কিম।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া-নির্ভরতা নিয়ে ভারতকে মার্কিন হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধদুর্ঘটনার চেয়ে গুলিতে বেশি মরছে যুক্তরাষ্ট্রের শিশুরা