দুই কনস্টেবলের জামিন না মঞ্জুর

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ভূয়া মুক্তিযোদ্ধা সনদ সৃষ্টি করে চাকরি নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা জেলা পুলিশ লাইন্সের দুই কনস্টেবলের জামিন না মঞ্জুর করেছে আদালত। তারা হলেন, ভূজপুরের আবদুর রহমানের ছেলে আবদুল হালিম ও মো. জামাল উদ্দিনের ছেলে মো. কাজী মুছা। গতকাল মঙ্গলবার মিস মামলা মূলে জামিন চেয়ে আবেদন করলে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিন চেয়ে আবেদন করা হলে আমরা বিরোধিতা করি। আদালত আমাদের বিরোধিতা আমলে নিয়ে জামিন না মঞ্জুর করেন।
২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি হালিশহর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা হয়। মামলার আসামি কারাগারে থাকা এ দুজনই। মামলার বাদী ছিলেন জেলা পুলিশ লাইনের রিজার্ভ শাখার এসআই মো. কামাল উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
পরবর্তী নিবন্ধঅসহায় মায়ের আর্তিতে সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হচ্ছে প্রতিবন্ধী মেয়ের