দুইশ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ ফেসবুকের

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪৪ পূর্বাহ্ণ

প্রায় দুই দশক পরও বাড়ছে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা। আর এখন দুইশ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে মেটা মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্মটি। খবরটি উঠে এসেছে মেটার চতুর্থ প্রন্তিকের হিসাবে। প্রতিবেদনের তথ্য বলছে, গেল প্রান্তিকে প্রথমবারের মতো এক কোটি ৬০ লাখ ব্যবহারকারী যোগ করে দুইশ কোটি দৈনিক ব্যবহারকারীতে পৌঁছেছে সামাজিক প্ল্যাটফর্মটি। খবর বিডিনিউজের।

সমপ্রতি দুইশ কোটি দৈনিক ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে মেটা মালিকানাধীন আরেক সামাজিক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দেখা যাচ্ছে, ফেসবুক এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো প্রথম মেটা মালিকানাধীন প্ল্যাটফর্ম নয়। তবে, ফেসবুকই কোম্পানির বিজ্ঞাপনী আয়ের সবচেয়ে বড় উৎস। এরইমধ্যে সামপ্রতিক মাসগুলোয় নিজস্ব ব্যবসায় ব্যপক ছাঁটাই কার্যক্রম চালিয়েছে কোম্পানিটি। ‘২০২৩ সালে আমাদের পরিচালনা ব্যবস্থার মূল থিম হবে দক্ষতার বছর।’ কোম্পানির সামপ্রতিক পুনর্গঠনের বিষয়টি ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। এর আগে কোম্পানিটি নিজেদের ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে।

পূর্ববর্তী নিবন্ধআদালতে শিশুর কান্নায় তালাকপ্রাপ্ত দম্পতির ফের বিয়ে
পরবর্তী নিবন্ধকয়লার দাম পর্যালোচনায় আদানিকে চিঠি বাংলাদেশের