দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত

| মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী অঞ্চল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে বলে সোমবার জানিয়েছে দেশটির গণমাধ্যম। আর মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। তার আগে অন্যতম বিরোধীদল আম আদমি পার্টির (এএপি) এ শীর্ষ নেতার মুক্তির বিষয়টি ঝুলেই রইল। আর্থিক অপরাধ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির এএপি সরকারের মদ নীতির সঙ্গে সম্পর্কিত দুর্নীতির অভিযোগের সঙ্গে যোগ থাকার কারণে কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেপ্তার করে। তিনি ১ এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতে ছিলেন। খবর বিডিনিউজের।

কেজরিওয়ালের দল এএপি বলেছে, তাদের নেতাকে একটি বানোয়াট মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.১৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত