দিন দিন সহিংস হচ্ছে পরিবেশ

ভোটের দিন নিয়ে শঙ্কায় ভোটাররা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শেষ ধাপে সাতকানিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনী পরিবেশ দিন দিন রক্তাক্ত হয়ে উঠছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিন সংঘাত-সংঘর্ষ লেগে আছে। ভোটের আগ মূহূর্তে এসে ঘটছে খুনের মতো ঘটনা।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের সাথে দলীয় প্রার্থীর সমর্থকদের গোলাগুলিসহ খুনের মতো ঘটনা ঘটায় ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটাররা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে।
চট্টগ্রামে প্রথম ধাপের ইউপি নির্বাচন থেকে শুরু করে ৬ষ্ঠ ধাপের নির্বাচনের মধ্যে ভোটের দিন আনোয়ারায় একটি খুনের ঘটনা ছাড়া অন্য সকল নির্বাচনে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। কিন্তু সাতকানিয়ার ১৬ ইউপির নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে প্রতিদিন সশন্ত্র হামলা-সংঘর্ষ হচ্ছে।
আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ৪ ইউনিয়নে মেম্বার পদে ভোট হবে।
গত বৃহস্পতিবার সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে গনি পাড়া ও ভোর বাজার এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন ও বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিনের সমর্থকদের মধ্যে অর্ধশত রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে উভয় প্রার্থীর ২০ জনের মতো গুলিবিদ্ধ হন। এর একদিন পর শুক্রবার সন্ধ্যায় আমিলাইষ ইউনিয়নের পূর্ব আমিলাইষ চরপাড়া এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সারওয়ার উদ্দিন চৌধুরীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী এইচ এম হানিফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। গতকাল ধর্মপুর ইউনিয়নে সংঘাতে নিহত হয়েছেন একজন।
সপ্তম ধাপে সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এওচিয়ায় মেয়াদ পূর্ণ না হওয়ায় এ ধাপে নির্বাচন হবে না।

পূর্ববর্তী নিবন্ধভাষা আন্দোলনের পথ বেয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা
পরবর্তী নিবন্ধভোটের আগে সংঘাত, নিহত এক