দিন গুনি প্রত্যাশায়

কামরুন ঋজু | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ক্ষয়িষ্ণু চাঁদ দিন গুনে
কালো অভ্রের অক্টোপাস ছেড়ে
কবে আসবে আলোর জগতে ফিরে।

কারও কাছে ঈপ্সিত জগৎ মায়ামৃগ যেন
অন্বেষণে ক্লান্তিই হয় শুধু সম্বল,
চাওয়া-পাওয়ার হিসেবে নেই বিশেষ কিছু।

সময়ের ব্যস্তগতির সাথে
জীবন নৌকোটি ঘুরপাক খেয়ে চলে
স্বপ্ন-আশার দোলায় অকুল সমুদ্রে।
আবার কখনও যদি চর জাগে,
দিন গুনি সেই প্রত্যাশায়।

পূর্ববর্তী নিবন্ধভাবনারা
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ