দায় আমারই

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

‘বলবান’ সিনেমা দিয়ে ১৯৯২ সালে যাত্রা শুরু করা সুনীল শেঠির ক্যারিয়ার প্রায় তিরিশ বছরের। কিন্তু হালে তাকে পর্দায় দেখায় যায় না একদমই। এজন্য নিজেকেই দুষছেন তিনি। সমপ্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন, আমার জন্য কেউ পঞ্চাশ কোটিও বাজি নিতে প্রস্তুত না। অথচ অক্ষয় বললে পাঁচশো কোটির বাজেট চলে আসবে। আর এজন্য দায়ী আমি নিজেই। এমন নয় যে তিনি শুধু একই ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ‘ধাড়কান’ সিনেমায় তিনি হয়েছেন প্রেমিক, মানুষকে হাসিয়েছেন ‘হিরাফেরি’ দিয়ে।
আবার ভিলেন হয়েছেন ‘ম্যায় হুনা’তে। তবে বেশ ‘সেইফ’ খেলেছেন বলেই আজ তার ‘ক্যারিয়ার’ সমসাময়িকদের মতন জমজমাট নয় বলে মানেন তিনি। একারণেই সামপ্রতিক সময়ে অভিনেতাদের মাঝে টাইগার শ্রফ এবং আয়ুষ্মান খোড়ানাকে পছন্দ তার। দুজনেই বেশ ‘রিস্ক’ নিচ্ছেন চরিত্র বাছাইয়ে- বলে মনে করেন এই অভিনেতা। একারণে তার দুই সন্তান বিশেষ করে পুত্র আহান শেঠিকে এখন থেকেই তালিম দিচ্ছেন। যেন তার মতো ক্যারিয়ারের কোনো বাঁকে সে ভুল না করে। আথিয়াকেও একই তালিম দিয়েছেন তিনি আগেই। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধগীতিকার ওসমান শওকতের জীবনাবসান
পরবর্তী নিবন্ধকরোনা জয়ীদের যে আহ্বান জানালেন রুক্মিণী