গীতিকার ওসমান শওকতের জীবনাবসান

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

না ফেরার দেশে চলে গেলেন বহু জনপ্রিয় গানের গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ওসমান শওকত (৭১)। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন।
তার প্রকৃত নাম এস এম শওকত ওসমান। কিন্তু গীতিকবি হিসেবে তিনি ওসমান শওকত নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
ওসমান শওকতের জনপ্রিয় গানগুলোর মধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ ও ‘এক ফোঁটা বিষ আজ’সহ ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘আমি চাঁপাডাঙার বউ’, একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’, ‘না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও’ উল্লেখযোগ্য। গুণী এ গীতিকবির মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধদায় আমারই