করোনা জয়ীদের যে আহ্বান জানালেন রুক্মিণী

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গোটা ভারতের মতোই বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনার শিকার হয়েছেন ১৫, ৯৯২ জন। মরণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬৮ জন। তার মধ্যে কলকাতায় ২৬ জন। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১১ হাজার পেরিয়ে গেছে। এই সংখ্যা দেখেই বোঝাই যাচ্ছে, পশ্চিমবঙ্গে করোনার পরিস্থিতি কতটা ভয়ংকর! এই কঠিন সময়ে সাধ্য মতো মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। যারা ইতোমধ্যে করোনা জয় করেছেন, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তাদের কাছে একটি বিশেষ আবেদন রেখেছেন নায়িকা।
কিছুদিন আগে টলিউডের এই মিষ্টি নায়িকা নিজেও করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন তিনি সুস্থ। তাই রুক্মিণী জানেন, এই সময়ে করোনা রোগীদের দ্রুত সুস্থ করে তোলার জন্য প্লাজমার ভূমিকা অনেক। তাইতো তিনি সকলকে প্লাজমা দান করার আবেদন জানিয়েছেন। কাজের ক্ষেত্রে বর্তমানে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবি ‘সনক’-এর কাজ নিয়ে ব্যস্ত রুক্মিণী। এটাই তার প্রথম বলিউড সিনেমা। ছবিটির শুটিং অবশ্য শেষ। এ ছবির প্রযোজক বিপুল শাহ। পরিচালক কণিষ্ক বর্মা। ছবিটি নিয়ে এখনই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। হিন্দিতে রুক্মিণীর কাজ দেখার জন্য মুখিয়ে অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধদায় আমারই
পরবর্তী নিবন্ধআর নির্মাণ-অভিনয় করবেন না কাজী হায়াৎ