দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে মাইজভাণ্ডারী ট্রাস্ট

চন্দনাইশে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে করোনা প্রাদুর্ভাবে অর্থনৈতিকভাবে পর্যুদস্থ চন্দনাইশ উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে গত শনিবার বিকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অর্থ বিতরণ করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, মাইজভাণ্ডারী ট্রাস্ট দারিদ্র বিমোচনে অবদান রাখছে যা প্রশংসনীয়। তাদের মতো দেশের অন্যান্য সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে মানুষ আর দরিদ্র থাকবে না। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চন্দনাইশ ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী ডা. মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, ওসি (তদন্ত) মো. মজনু মিয়া, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, আওয়ামী লীগ নেতা জাগির হোসেন চৌধুরী, কাউন্সিলর এম. লোকমান হাকিম, মাওলানা ফজলুল করিম, আবু ছৈয়দ চৌধুরী, হাসান খান প্রমুখ। অনুষ্ঠানে পরিবার প্রতি ৬ হাজার টাকা করে ২২টি পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ছুরিকাঘাতে আহত যুুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিশ্ব আবহাওয়া দিবস আজ