আসবে কখন চোখ বাড়িয়ে পথেই চেয়ে রই
একা সময় করে যখন বিষণ্ন হৈ চৈ,
কাশফুলটা থাকলে যেমন দাঁড়িয়ে নিশ্চুপ
দোল ছাড়া ঐ দখিন হাওয়ার কী আছে তার রূপ
বনের পুষ্প পাপড়ি মেলে অলির করে জপ
আমার বুকে নিত্য তেমন তোমার কলরব
চাতক মনে আছড়ে পড়ে প্রতিক্ষারই ঢেউ
এ মন পাড়ায় তুমি ছাড়া আসে কি যায় কেউ?
তোমায় ছোঁয়া বাতাস মাতায় চোখের পাতায় প্রাণ
বাড়িয়ে রাখা চোখ যদি পায় তোমায় দেখার ঘ্রাণ
পাতার ফাঁকে শব্দ শুনি হাওয়ায় দোলা দোল
তোমার পায়ের শব্দে উঠে অন্তরে শোরগোল
চোখের সাথে পাল্লা দিয়ে আগায় যেন হাত
পারতে ছুঁতে মন মানে না কী তার ধারাপাত
হৃদয় খাঁজ আর আকাশ পবন এতই আয়োজন
কাঁদাও কেন এমন করে দাও না ছুঁয়ে মন