দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে, হাটাহাজারীর দুই বিএনপি নেতা বহিষ্কার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

আসন্ন হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেয়া দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বষ্কিৃতরা হলেন চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ ও সদস্য জহুরুল আলম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল পৃথক বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, আগামী রোববার চিকনদন্ডী ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদটির নির্বাচিত চেয়ারম্যান গত ২৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ১০ মার্চ নির্বাচন কমিশন চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধমরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে তীব্র গরমে বৃদ্ধ কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার