আমি সমস্ত বৈষম্যকে গোড়া
থেকে উপড়ে ফেলতে চাই,
মানুষের ভেতরে কলুষতাকে
পুড়িয়ে শুদ্ধতার রূপ দিতে চাই।
মুখোশ পড়া দলীয়করণ জাতিকে
বার বার হাজার বার বলতে চাই
রহস্যময় দ্বিধাগ্রস্ত নীতি থেকে
সরে এসে অগ্নিশিখা জ্বেলে
ঔজ্জ্বল্য ছড়াও।
তুমি কে আমি কে স্বার্থপর বাক্য
থেকে নিজেকে সরিয়ে নাও।
পরিবর্তনের কৌশল রপ্ত করে
দেশকে উন্নতির শিখরে নিতে
ভয় হতাশাকে পাশ কাটিয়ে
মেঘমুক্ত আকাশের নিচে
বিশুদ্ধ নিশ্বাস নাও।
হবেই হবে জয় ; যাই করি
সবই নিজ মাতৃভূমির জন্য
চিরশত্রুর হবে পরাজয়।