হাটহাজারী দক্ষিণ মাদার্শা দক্ষিণেশ্বরী কালী মন্দিরে দীপাবলী উৎসব ও ধর্মীয় আলোচনা সভা প্রমোদ পারিয়ালের সভাপতিত্বে ও অমিত বিশ্বাসের পরিচালনায় গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রধান অতিথি ট্রাস্টি উত্তম কুমার শর্মা। বক্তব্য রাখেন রিমন মুহুরী, লায়ন রনধীর চৌধুরী ভূলন, সন্তোষ বিশ্বাস প্রীতিভূষণ দাশ মন্টু, দীপক মজুমদার, সুভাষ নাথ সনেট দাশ, আবীর দত্ত, রিগেন মল্লিক মিন্টু দত্ত প্রিয়তোষ ধর, তাপস মল্লিক, অভি মল্লিক, ইমন বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।