পেরুর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদত্যাগ

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

ক্ষমতা গ্রহণের পর সপ্তাহ পেরোনোর আগেই পদত্যাগে বাধ্য হয়েছেন পেরুর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। পূর্বসূরী প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে দুইজনের মৃত্যুর পর আইন প্রণেতাদের চাপের মুখে রোববার তিনি পদ ছাড়েন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মেরিনোর এ পদত্যাগে দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। খবর বিডিনিউজের। রয়টার্স লিখেছে, এমন এক সময়ে এ অস্থিরতা দেখা যাচ্ছে, যখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তামা উত্তোলক দেশটিকে করোনাভাইরাস মহামারীর পাশাপাশি এক শতকের মধ্যে সবচেয়ে নাজুক অর্থনৈতিক দশায় পড়ার শঙ্কার বিরুদ্ধেও লড়তে হচ্ছে। মেরিনোর পদত্যাগের পর পেরুর অসংখ্য মানুষকে রাস্তায় নেমে উল্লাস করতে, দেশের পতাকা উড়াতে, স্লোগান দিতে ও থালা-বাসনে শব্দ করে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদত্যাগের ফলে, কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে আইনপ্রণেতাদের প্রতিযোগিতা দেশটিকে নানান সাংবিধানিক ও আইনি জটিলতার দিকে ঠেলে দিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধঅবক্ষয়ের শেষ সীমানায় আমরা
পরবর্তী নিবন্ধদক্ষিণ মাদার্শায় কালী মন্দিরে ধর্মসভা