দক্ষিণ নালাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. ললিত দত্ত সড়ক উদ্বোধন

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

দক্ষিণ নালাপাড়ার বীর মুক্তিযোদ্ধা ডা. ললিত দত্ত সড়কের নামকরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে সড়কের নামকরণের উদ্বোধন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ডা. ললিত দত্ত যেমন একজন স্বনাম্যধন্য চিকিৎসক ছিলেন তা নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি প্রথম জীবনে দেশের মুক্তির জন্য মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন, দেশ স্বাধীন হওয়ার পর তিনি মানবকল্যাণে মহান পেশা ডাক্তার হিসেবে জনগণের সেবা করে গেছেন। এই রকম দেশের সেবায় নিয়োজিত ব্যক্তির নামে এই সড়ক উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি।

এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ডা. ললিত দত্তের সন্তান সৌমেন দত্ত রনি। মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সিএনসি, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, হ্যালো ডাক্তারের উপদেষ্টা ডা. সজীব তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির স্প্রিং ২০২৪ সেমিস্টারের নবীনবরণ আজ
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে এলো জোভানের স্ত্রীর ছবি