দক্ষিণ কাট্টলী কলেজ রোডের বেহাল অবস্থা

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

১১নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত দক্ষিণ কাট্টলী গ্রাম। এই গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী স্কুল বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়, যার প্রতিষ্ঠা ছিলেন প্রাণহরি দাস (জমিদার), বাসন্তী প্রাইমারী সরকারি বিদ্যালয় পি.এইচ, আমীন একাডেমি এবং দক্ষিণ কাট্টলী প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরো একটি কলেজ আছে যার নাম না বললে ভুল হবে সেটি হচ্ছে প্রাক্তন গণশিক্ষা মন্ত্রীর ডা: আফছারুল আমিন-এর পিতা ও মাতার নামে ডা: ফজলুল হাজেরা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় ইত্যাদি নামি ও দামি এত কিছু থাকা সত্ত্বেও রাস্তাগুলো হয়েছে জরাজীর্ণ ও অবহেলিত। কোথাও একটুখানি স্বস্তিতে হাঁটবে তা কোন জো নেই।

সিটি কর্পোরেশন এলাকা হয়েও আমরা কী সুবিধা ভোগ করছি? তার ছেয়ে গ্রামের রাস্তা আরও ভালো আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন থাকবে অতীব জরুরি ভিত্তিতে ১১নং ওয়ার্ডের কলেজ রোডটি গুরুত্বসহকারে দেখার জন্য।

রাজীব হোড় (রাজু)
দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম-৪২১৯

পূর্ববর্তী নিবন্ধজীবনানন্দ দাশ : রূপসী বাংলার কবি
পরবর্তী নিবন্ধএকটাই মোমবাতি!