থাই ডে কেয়ারে হামলা বেঁচে যাওয়া একমাত্র শিশু এমি

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

ডে কেয়ার সেন্টারে তিন বছরের ছোট্ট এমি তার প্রিয় বন্ধুর পাশে ঘুমিয়ে ছিল। এমির বন্ধুটি ছাড়াও ওই দিন ডে কেয়ারে উপস্থিত সব শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত এক সাবেক পুলিশ কর্মকর্তা। এমি কিভাবে বেঁচে গেল সেই প্রশ্নের উত্তর কারো জানা নেই। থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলের শহর উথাই সাওয়ানের একটি ডে কেয়ারে গত বৃহস্পতিবারের ওই হামলা শিশুদের উপর নৃশংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। খবর বিডিনিউজের।
এমি যে ক্লাসটিতে ছিল সেখানে তাকে নিয়ে মোট ১১টি শিশু ছিল। যাদের সবার বয়সই তিন বছরের মত। আঁকিবুকি ও লেখালেখিতে ব্যস্ত সময় পার করার পর সবে তারা দুপুরের ঘুম দিচ্ছিল। হামলাকারী ছুরি হাতে ঘুমন্ত ওই শিশুগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ এমিকে তার বন্ধুদের রক্তাক্ত লাশের পাশে জেগে বসে থাকা অবস্থায় দেখতে পায়। তার দাদি বিবিসিকে বলেন, ‘ঘুম থেকে জেগে উঠে সে বুঝতেও পারেনি কী ঘটে গেছে। সে ভেবেছিল তার বন্ধুরা তখনও ঘুমিয়ে আছে। একজন পুলিশ কর্মকর্তা একটি কাপড় দিয়ে তার মুখ ঢেকে তাকে রক্তের নদী থেকে বের করে আনে। কিন্তু সে প্রতিদিনই স্কুলে যেতে চাইছে। আমরা তাকে বোঝাতে চেষ্টা করছি। কিন্তু মৃত্যু কি তা বোঝার বয়স এখনো তার হয়নি।’

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে ৫০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
পরবর্তী নিবন্ধসালমানকে খুনের দায়িত্ব দেওয়া হয় এক কিশোরকে!