সালমানকে খুনের দায়িত্ব দেওয়া হয় এক কিশোরকে!

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল এক কিশোরকে; ওই কিশোরসহ আরও একজনকে গ্রেপ্তার করে এই দাবি করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বলছে, ভারতের মোহালিতে পাঞ্জাব পুলিশ সদরদপ্তরে গ্রেনেড হামলার ঘটনায় সম্পৃক্ত দুজনকে তারা গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জেনেছে, তাদের মধ্যে কিশোর ছেলেটিকে সালমানকে খুনের দায়িত্ব দেওয়া হয়েছিল। খবর বিডিনিউজের।
চলতি বছরের মে মাসে একে-৪৭ রাইফেল দিয়ে ৩০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালাকে। ওই হত্যার পেছনে লরেন্স বিষ্ণোইয়ের দলকেই পুলিশের সন্দেহ। সমপ্রতি ভারত-পাকিস্তান সীমান্তে পাঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় সিধু হত্যায় অন্যতম সন্দেহভাজন কপিল পণ্ডিত, যিনি লরেন্স বিষ্ণোইয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী। তাকে জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে সালমান হত্যার দ্বিতীয় ছক। জানা যায়, মুম্বইয়ে পানভেলের সালমানের খামারবাড়িতেই তাকে খুন করার প্রস্তুতি চলছিল।

পূর্ববর্তী নিবন্ধথাই ডে কেয়ারে হামলা বেঁচে যাওয়া একমাত্র শিশু এমি
পরবর্তী নিবন্ধকুমড়োর ওজন ১১৫৮ কেজি