তোমায় নিয়ে টক শো হবে

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

ভোরের সূর্য ওঠছে না আজ

মেঘ ধরেছে তাকে,

শীতের পোষাক পড়ে নেতা

ছিন্নমূলকে ডাকে!

লাইনে দাঁড়াও; লাইনে দাঁড়াও

ফোটো সেশন হবে,

নেতা দিবেন গরম কাপড়

ঠাণ্ডায় সুখে রবে।

নিউজ হবেফিউজ হবে

হবে কত কাণ্ড,

তুমি শুধু হাতটা পাতবে

নেতা ধরবে ভাণ্ড!

তোমার পেটে ক্ষুধা থাকবে

মনে থাকবে কষ্ট,

তোমায় নিয়ে টক শো হবে

নেতার চেয়ার পষ্ট!

পূর্ববর্তী নিবন্ধবসন্ত এলো যে কবে
পরবর্তী নিবন্ধবন্ধু