তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসায় মেডিটেশন ও শুদ্ধাচার বিষয়ক কর্মশালা

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

হালিশহরের মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় গতকাল বৃহস্পতিবার ‘শিক্ষকতায় মেডিটেশন ও শুদ্ধাচারী হওয়ার গুরুত্ব’ বিষয়ক কর্মশালা আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন পতেঙ্গা সেল। সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের মেডিকেল কাউন্সিলর ডা. হাবিব জালাল উদ্দিন আহমেদ। তিনি শিক্ষকতা পেশায় মেডিটেশন ও শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন অডিও ভিজুয়্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কর্মশালায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ সচিব মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী। সেমিনার পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্গানিয়ার কামরুল হাসান। এতে অধ্যক্ষসহ প্রায় ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে বিইউপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধইমাম-মুয়াজ্জিন-পুরোহিত বিদ্যুতের অপচয় রোধে ভূমিকা রাখেন