চবি উপাচার্যের সাথে বিইউপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবসা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি লে. কর্নেল খালিদ বিন ইসমত, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জান ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মো. আবদুল হান্নান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক আবীর হাসান ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ রোবাইতুর রাহাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগীদের চিকিৎসা সংকট উত্তরণে ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি
পরবর্তী নিবন্ধতৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসায় মেডিটেশন ও শুদ্ধাচার বিষয়ক কর্মশালা