তেলের মতো অভিযান হবে চালের বাজারেও

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

 

ভরা মৌসুমেও বাজারে চালের দামের ঊর্ধ্বগতি দেখে প্রশ্ন উঠেছে মন্ত্রিসভায়। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনার পর কেউ চাল মজুদ করে বাজার অস্থির করছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খবর বিডিনিউজের।

তিনি বলেন, কিছুদিন আগে তেলের (ভোজ্যতেল) বিপরীতে যেভাবে ড্রাইভ দেওয়া হল, ওই রকম ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদি কেউ এভাবে (নিয়মনীতি ভেঙে) আনঅথরাইজড চালের ব্যবসা করে বা মজুদ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি নির্ভর তেলের দামে অস্থিরতার পর সম্প্রতি চালের দামও ঊর্ধ্বমুখী; যদিও চালের উৎপাদন দেশেই হয় এবং এখন বোরো ধান ওঠার মওসুম চলছে।

পূর্ববর্তী নিবন্ধতালিকা নেই, আপাতত অভিযানে নামছে না জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধঅনুমোদনহীন হাসপাতাল ও ল্যাবের তথ্য নেই কোথাও