তেলের গাড়িতে করে কাঠ পাচার

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে তেলের গাড়ি থেকে অভিনব কায়দায় পাচারকালে ৩৩৮ পিস কাঠ জব্দ করা হয়েছে। এসময় গাড়ির চালক আব্দুর শুক্কুরকে আটক করা হয়। পরে বনবিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার ভোরে মানিকছড়ি চেকপোস্টে এ ঘটনা ঘটে। বন বিভাগ জানায়, তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারকালে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি তল্লাশি করে ২৩৪.৭১ ঘনফুট কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। আটক চালককে জিজ্ঞাসাবাদে কারা কাঠ পাচার করছে, তাদের নাম জানা গেছে। শীঘ্রই তাদের বিরুদ্ধেও মামলা দেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আহত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় দুইভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা