তুমি আমার সংগ্রামের সহযোদ্ধা

মো. আবুল বশর চৌধুরী | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

আমার বিশ্বাস ছিল তোমার প্রতি। আমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা ও সম্মান ছিল। আমার ভালোবাসার পবিত্রতা রক্ষা করা ছিল আমার ঈমানী কর্তব্য। তাই তোমাকে নিয়ে সফলতার সাথে এতাদূর পথ চলা। সে ১৯৯৯ সালে তোমাকে নিয়ে যে সংসার নামে জীবন যুদ্ধ শুরু করেছি সে যুদ্ধে তুমি ছিলে আমার সহযোদ্ধা। রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন কাজে সময় দিতে গিয়ে তোমাকে কত কষ্ট করতে হয়েছে। কিন্তু কোনো প্রতিবাদ করতে দেখি নি। তোমার অধিকারের জন্য কোনো দিন প্রশ্ন কর নি। তবু আমার বিপদের সময় বীরের মত সাহস দিয়ে গেছো। তোমার মত জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। শত অভাব থাকার পরও তুমি ছিলে আমার আয়ের প্রতি শ্রদ্ধাশীল। আমার জীবনের সকল বিপদের সময় তোমার ছোট ছোট পরামর্শগুলো আমাকে সফল হওয়ার জন্য সহযোগিতা করেছে। তোমার মত জীবন সঙ্গী পেয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের বাকি জীবন যেন এই ভাবে শেষ করতে পারি আল্লাহর দরবারে রহমত চাই।
লেখক: সংগঠক

পূর্ববর্তী নিবন্ধনোংরা পরিবেশে খাবার প্রস্তুত বন্ধ হওয়া উচিৎ
পরবর্তী নিবন্ধবসন্ত ছুঁয়ে যাক সবার প্রাণে