তিন হাউসে ভাগ হয়ে হবে শারীরিক শিক্ষা কলেজের ক্রীড়া

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের আন্তঃ হাউস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি হাউসে ভাগ হয়ে। গতকাল এই হাউস বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

কলেজের জিমন্যাসিয়ামে হাউস ভাগের কার্যক্রম উদ্বোধন করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক এস.এম. গিয়াস উদ্দীন বাবর।

প্রতিযোগিতার জন্য তিনটি হাউসে ভাগ করা হয় যথাক্রমে মাশরাফি বিন মূর্তজা হাউস, সিদ্দিকুর রহমান হাউস, জামাল ভূঁইয়া হাউস। প্রভাষকদের মধ্যে থেকে তিনজনকে উপদেষ্টা নির্বাচিত করা হয় মোঃ জহিরুল ইসলাম, চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ। হাউসের মহাসচিব নির্বাচিত হয় প্রভাষক মোঃ সাইফুল্যা মুনির। উপস্থিত ছিলেন মোঃ ইমরান হাসান, শ্যামলী রানী ভৌমিক ও মোহাম্মদ ইয়াকুব আলী।

পূর্ববর্তী নিবন্ধগরু খোঁজার মিশনে প্রাইভেট ডিটেকটিভ!
পরবর্তী নিবন্ধঅত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণে কক্সবাজারে ২০ একর জমি পেলো বাফুফে