তিন দিনব্যাপী কোভিড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে গতকাল বুধবার সকালে তিন দিনব্যাপী কোভিড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেছেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। এ সময় তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার জন্মদিন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। কোভিড মহামারীতে তার দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতির চাকা সচল রেখে বিনামূল্যে জনগণকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়, যা বিশ্বের অনেক উন্নত দেশে এখনো সম্ভব হয়নি।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ডা. ইমাম হোসেন রানা, ডা. ইসং শ্রু চৌধুরী প্রমুখ। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আজ থেকে আগামী তিন দিন ও এক অক্টোবর থেকে তিন দিন কোভিড-১৯ এর প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রম চলবে। যারা এখনো টিকা গ্রহণ করেননি। তারা দ্রুত টিকা গ্রহণ করুন। অন্যথায় আগামী ৩ অক্টোবরের পর প্রথম ডোজের কার্যক্রম বন্ধ হয়ে যাবে তখন আর প্রথম ডোজ দেয়া যাবে না। তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করুন এবং নিরাপদে থাকুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পাথরবোঝাই ডাম্পার চাপায় বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসস্তা বিনোদনের পিছনে ছুটছে এই প্রজন্ম : নওয়াজউদ্দিন