তিনি ফিরে এলেন

রেজাউল করিম | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

এতক্ষণে কুপোকাত হানাদার
উড়ে লাল-সবুজের পতাকা
তবু ভীষণ অপূর্ণতা
বাতাসে তখনও বারুদের গন্ধ
সন্তানহারা মায়ের স্বামীহারা
বিধবার কী আর্তনাদ!

চারদিকে এক অভূতপূর্ব বিষণ্নতা
শোকের চাদরে আচ্ছন্ন স্বদেশ
ত্রিশলক্ষ শহিদের
রক্তরঞ্জিত প্রিয় স্বদেশ
বাজে বুকে হাহাকার
চলে হৃদয়ে রক্তক্ষরণ
একটি প্রশ্ন সারাক্ষণ
আকাশে বাতাসে গুঞ্জরিত তখন
তিনি কি বেঁচে আছেন?

উদ্বেগ উৎকণ্ঠা প্রতীক্ষা অতঃপর
অকস্মাৎ প্রকাশ্য হলেন তিনি একদিন
তৎক্ষণাৎ জেগে ওঠে মুক্ত বাংলার
মাঠ-ঘাট-প্রান্তর-গ্রাম-শহর-বন্দর
পৌষালি শীতের সকালে
পেখম মেলে উড়ে পাখিসব
লেজ নেড়ে মুক্তাঙ্গনে ঘুরে বনের পশুসব
নেচে ওঠে বিলের শাপলা শালুক
আরেকবার উল্লাসে ফেটে পড়ে
সারা বাংলা,বাঙালি
বিজয়ের আবিরতায় বয়ে যায়
আনন্দের ফল্‌গুধারা
তিনি ফিরে এলেন
মিয়ানওয়ালী থেকে ধানমন্ডি
তিনি ফিরে এলেন
স্বপ্নের সোনার বাংলায়-

পূর্ববর্তী নিবন্ধঅসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত
পরবর্তী নিবন্ধনিজেকে বদলান জীবন বদলে যাবে