অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত

এম.আবুল ফয়েজ মামুন | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

কোনো জাতিকে শক্তিশালী করার পিছনে একমাত্র শিক্ষাইবেশি প্রভাব বিস্তার করে। কারণ শিক্ষার ফলে মানুষ কুসংস্কার ও হীনতা মুক্ত হয়। তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। মেরুদণ্ডহীন মানুষ যেমন অপরের মুখাপেক্ষী অসহায় ঠিক তেমনি শিক্ষা ছাড়া একটি জাতি যুদ্ধক্ষেত্রে ঢালহীন তলোয়ারের মতো। জৈবিক মেরুদণ্ড যেমন মানুষকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে শিক্ষাও মানুষকে নীতি-নৈতিকতার উজ্জ্বলে চিন্তাশীলতার ভেতর দিয়ে এবং সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সময়ের প্রয়োজনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে প্রাণিত করে। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। অনেক পরিবারের পক্ষে তাদের সন্তানের লেখা পড়ার খরচ বহন করাও সম্ভব না ফলে সে ছেলেগুলো বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে। দেশের শিক্ষিত তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশের তরুণ যত বেশি শিক্ষিত হবে দেশ তত বেশি এগিয়ে যাবে। আমাদের সমাজে আমাদের পাশে দরিদ্র শিক্ষার্থী যারা অর্থের অভাবে পড়তে পারে না তাদের পাশে দাঁড়ানো উচিত। আগামীর দেশের ভবিষ্যৎ গঠনে তারাই অগ্রণী ভুমিকা রাখবে। তাই বিত্তবানদের প্রতি আহ্‌বান সমাজের দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।
লেখক: সমাজকর্মী

পূর্ববর্তী নিবন্ধকোমরে রশি নয়, হ্যান্ডক্যাপ ব্যবহার করা হউক
পরবর্তী নিবন্ধতিনি ফিরে এলেন