তারেক ক্ষমতায় এলে উপকারভোগীদের টাকা নিয়ে হাওয়া ভবনে পালাবে

লালানগর ইউনিয়নে উপকারভোগীদের সমাবেশে তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, তারেক জিয়া ক্ষমতায় এলে সকল প্রকার উপকারভোগীদের ভাতা ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের জমানো টাকা কেড়ে নিয়ে হাওয়া ভবনে পালাবে।

গতকাল শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আওতায় উপকারভোগীদের নিয়ে সমাবেশে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

. হাছান মাহমুদ বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়, ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। এছাড়াও সারাদেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সে কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব ভাতা দেওয়া হতো না। আপনাদের যে ভাতাগুলো দিচ্ছে এটি আওয়ামী লীগ সরকার দিচ্ছে, নৌকা মার্কার সরকার দিচ্ছে। আওয়ামী লীগ সরকার ৫ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া আসার পর সব বন্ধ করে দেয়। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সকল প্রকার ভাতা বন্ধ হয়ে যাবে। খালেদা জিয়া তো নেই তারেক জিয়া যদি আসে সকল প্রকার ভাতাসহ একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা নিয়ে হাওয়া ভবনে পালাবে। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, জসিম উদ্দিন তালুকদার, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, মো. রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধ৭৮৬