তারাবির নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করুন

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

এগারো টি মাস অতিক্রম করে মুসলমানদের মাঝে ফিরে এসেছে গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে মুসলমানদের তারাবি নামাজ আদায় করতে হয় জামায়াতের সাথে। এজন্য মুসল্লিগণের সারাদিন রোজা রেখে রাতে তারাবি নামাজের জন্য মসজিদে আসতে হয়। রমজানের তারাবি ব্যতীত অন্যান্য সময় নামাজ আদায় করতে কেবল কয়েক মিনিটের দরকার হয়, কিন্তু রমজানের তারাবি নামাজে মুসল্লিগণ প্রায় এক থেকে দের ঘণ্টা যাবৎ মসজিদে নামাজ আদায় করে। ইতোমধ্যে গরমের মৌসুম শুরু হয়েছে। গরমের সময় ফ্যান ব্যতীত মসজিদের ভিতরে সামান্য সময়ের জন্য থাকা অসম্ভব হয়ে পড়ে। এ সময় বিদ্যুৎ বিভ্রাট হলে মুসল্লীগণের জন্য গরমের মধ্যে নামাজ পড়া কষ্টকর হয়ে পড়ে। নামাজের নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচ থেকে ছয় বার বিদ্যুৎ বিভ্রাট হওয়াটা আসলেই বিরক্তিকর। বিদ্যুৎ বিভ্রাট হলে মুসল্লীগণ নামাজে আরাম বোধ করেন না এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারে না। বিদ্যুৎ বিভ্রাট শহরের চেয়ে গ্রামে বেশি হয়। গ্রামের অনেক মসজিদ রয়েছে যেখানে সৌরবিদ্যুত নেই, বিদ্যুৎ বিভ্রাট হলে হারিকেন জ্বালিয়ে নামাজ আদায় করতে হয়। তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে, অন্ততপক্ষে এক দের ঘণ্টার জন্য বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করুন। যাতে মুসল্লিরা আরাম সহকারে নামাজ আদায় করতে পারে।

মো. আবু নাঈম

হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকবি জসীম উদ্‌দীন : পল্লীর আবহমান ঐতিহ্যের ধারক
পরবর্তী নিবন্ধআপনার স্ত্রী, আপনার সফলতার নেপথ্য কারিগর