সচরাচর দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হরে যেকোন দলই শেষ ম্যাচে কিছু পরীক্ষা নীরিক্ষা চালায়। বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের খেলানোর চেষ্টা করে। কিন্তু এখন সে সুযোগ নেই। কারন আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকতে হলে যেকোন সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচটিকেও আগের দুই ম্যাচের মত মনে করছে বাংলাদেশ। কারণ আজকের ম্যাচে জিততে পারলে প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করাতো হবেই, পাশাপাশি পয়েন্ট তালিকায় যোগ হবে আরো ১০ পয়েন্ট। তাই সিরিজের শেষ ম্যাচেও কোন ধরনের পরীক্ষা নীরিক্ষা চালাতে চায়না টাইগার শিবির। পুরো শক্তির দল নিয়ে আজ আবার মাঠে নামছে তামিমরা। লক্ষ্য প্রতিপক্ষ শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করা। এরই মধ্যে টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা শ্রীলংকার বিপক্ষে প্রথম কোন সিরিজ জয়। এবার স্বাগতিকরা নিশানা তাক করেছে হোয়াইটওয়াশের দিকে। আর শেষ ম্যাচে তারা সেই লক্ষ্যেই নামবে।
সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালরা জিতেছিল ৩৩ রানে। দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান আরও বড়। সে ম্যাচে টাইগাররা জিতেছে ১০৩ রানের ব্যবধানে। এই ম্যাচে লক্ষ্য কি সে বিষয়ে মাহমুদউল্লাহ বলেন লক্ষ্য একটাই। আর তা হচ্ছে ৩-০। তবে মাহমুদউল্লাহ বলেন, আগের দুই ম্যাচে দলের শুরুর ব্যাটিং আর শেষের ব্যাটিং নিয়ে হতাশা রয়েছে। কারন শুরুতে তামিম ভাল কররেও অন্যরা ভাল করতে পারছেননা। একইভাবে শেষ দিকের ব্যাটসম্যানরা পারছেননা নিজেদের কাজটা করতে। তাই এই ম্যাচে সবাই একসাথে জ্বলে উঠুক সেটাই চান এই অল রাউন্ডার। আগের দুই ম্যাচে তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ দলকে টেনে নিয়ে গেছেন ব্যাট হাতে। আর বল হাতে মিরাজ, মোস্তাফিজ ভাল করলেও সাকিব রেখেছেন সামান্য অবদান। ব্যাট হাতে নিজেদের ছায়া হয়ে থেকেছেন লিটন, সাকিব, তামিম, সৈকত, মিরাজ, আফিফরা। কাজেই হোয়াইটওয়াশের এই ম্যাচে সেই দৈন্য দশা কাটাতে মরিয়া স্বাগতিকরা। একইভাবে বল হাতে এখনো তাসকিন কিংবা আগের ম্যাচে অভিষিক্ত শরীফুল পারেননি নিজের প্রতি সুবিচার করতে। তাই সময় এসেছে চাপমুক্ত ম্যাচটিতে নিজেদের সেরাটা দেওয়ার। সিরিজের শেষ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম শেখ। আজকের ম্যাচে হয়তো ওপেনার লিটন দাশের জায়গায় দেখা যেতে পারে তাকে। কারন প্রথম দুই ম্যাচেই ব্যর্থ লিটন।
মাহমুদউল্লাহর মতে বাংলাদেশ দল এখনো নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি। দলের সবাই চাইছে শেষ ম্যাচটা যেন রাঙাতে পারে। কারন এই ম্যাচে জয় পরাজয়ের উপর নির্ভর করছে ১০ পয়েন্ট পাওয়ার বা হারানোর বিষয়টি। তাই জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল। আগের দুই ম্যাচে বলতে গেলে তিনজন ব্যাটসম্যানের উপর ভর করেই পার পেয়ে গেছে। তাই এই ম্যাচে সবার সম্মিলিত অংশ গ্রহণ চাইছে মাহমুদউল্লাহ। বিশেষ করে তরুণদের কাছ থেকে এই ম্যাচে ভাল কিছু আশা করছে টাইগার শিবির। বিশেষ করে আগের দুই ম্যাচে নিস্প্রভ থাকা সাকিব এই ম্যাচে জেগে উঠবেন তেমনও প্রত্যাশা টাইগার শিবিরে। আজ দুপুর ১ টায় শুরু হবে ম্যাচটি।