তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে

বিজয় দিবসের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ : সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, আমাদের অহঙ্কারের। মুক্তিযুদ্ধের যে বর্ণাঢ্য ইতিহাস, যে ত্যাগ তা নতুন প্রজন্মকে জানতে হবে। গত শনিবার নগরীর সিআরবি শিরীষতলা মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধে বিজয় উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জাফর আহমদ সাদেকের সভাপতিত্বে ও প্রকৌশলী ঝুলেন বড়ুয়া এবং প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক। দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা নিয়ে আয়োজন করা হয় মুক্তি কথা। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সেক্টর কমান্ডার ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, গবেষক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল খালেক, হাসমত আলী, শুভাশীষ দাশ শুভ, আকবর খান, ঝুলন বড়ুয়া, এস. এম. মাহফুজুর রহমান, এস.এম. সেলিম, জয়দেব বৈদ্য, ওয়াহিদা চৌধুরী পিংকি, সমীর বড়ুয়া, জাফর ইকবাল জনি, রবিউল হোসেন, টিটু বড়ুয়া, সুকান্ত সরকার, শুভ্র চৌধুরী, মাইকেল দাশ, হারুন-অর রশিদ, রমিজ উদ্দিন, লুতফি ফারদিন প্রমুখ।
কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি : বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী বিপ্লব, উপদেষ্ঠা সন্তোষ চৌধুরী, পরিচালক রঞ্জন দাশগুপ্ত, টিটো চৌধুরী, সুব্রত চৌধুরী, তিলক বিশ্বাস, মুখ্য কর্মকর্তা মিতা চৌধুরী, সন্তোষ চৌধুরী, সুভাষ চৌধুরী, রত্না চৌধুরী, লিটু চৌধুরী প্রমুখ।
বঙ্গবন্ধু প্রবীণ সমিতি : বঙ্গবন্ধু প্রবীণ সমিতির আয়োজনে চট্টগ্রাম বন্দরের আবাসিক এলাকায় শনিবার প্রবীণদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. রেদওয়ানুল হক। আমির হোসেনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা শামসুম হক শফি। প্রধান আলোক ছিলেন বঙ্গবন্ধু প্রবীণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহিম। বক্তব্য রাখেন আবদুর রশিদ চৌধুরী, কাজী জাহাঙ্গীর হোসেন, দুলাল মিয়া, আবদুল লতিফ, খন্দকার আবু সাঈদ, আবু বকর মোল্লা, নুরুল আমিন সহ অন্যরা।
সাতকানিয়া আমিলাইষ ইউনিয়ন : সাতকানিয়া আমিলাইষ ইউপির চেয়ারম্যান প্রার্থী আ.লীগ নেতা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে মহান বিজয় দিবসে আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মো. এনাম, মো. নেজাম, মো. কামরুল হাসান, মামুন মেম্বার, মো. রজিউদ্দিন, মো. রুবেল, মো. সেলিম, মো. ফয়সাল, বাবু, দিদার মনি প্রমুখ।
বরমা কলেজ : বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বরমা কলেজে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সালমা আহসান। আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক শিব প্রসাদ শূর ও মো. খালেদুর রহমান, সিনিয়র প্রভাষক আনিছুল মালেক, প্রভাষক মো. আবু তৈয়ব ও আবুল মনছুর। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন জসীম উদ্দীন চৌধুরী, মুবিনুর রহমান চৌধুরী, মুজিবুল হক চৌধুরী, ঋতি নন্দী, শবনম নার্গিস, তানজিন সুলতানা, জেবু-উন-নেসা, সাদেকা আকতার, শাকিলা আরাফাত চৌধুরী, মোহাম্মদ মোরশেদ, রবিউল ইসলাম, কাজী মাহমুদুর রহমান, মো. আশেকুল ইসলাম ও রূপন কুমার নাথ।
কাগতিয়া মাদরাসা : বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম আহমদী, মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, লিয়াকত আলী চৌধুরী, মুহাম্মদ আহসান উল্লাহ মোবারক, মুহাম্মদ লোকমান প্রমুখ।
উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়: উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেদার উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মু. নুরুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নুরখাতুন- হাজী আবুল হাসেম ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরখান। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সাঈদ সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, মুজিবুর দৌলাহ চৌধুরী (দৌলত), উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদুল আলম, মো. জাহাঙ্গীর, মো. আলমগীর সওদাগর। শিক্ষক মোহাম্মদ রফিক ও শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী্থর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, লিয়াকত আলী বিশ্বাস,আব্দুস সবুর, সিরাজুল ইসলাম, রহমত উল্লাহ,নুরজাহান আখতার, নুর হোসেন, আব্দুর রহিম, রোকসানা নুর আকতার, আব্দুস সালাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জায়া বেগম মুশতারী শফী : এক সংগ্রামী নারীর বিদায়
পরবর্তী নিবন্ধরিলিজ স্লিপ ও পুনরায় অনার্স ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু আজ