তবুও স্বপ্ন সুন্দর

খালেদা লিপি | সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে এবং স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষ প্রথমে স্বপ্ন দ্যাখে নিজেকে নিয়ে। পড়াশোনা করবে শিক্ষিত হবে বড় কোন চাকরি বা ব্যবসা করবে।নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোম, পরিশ্রম করতে থাকে তা স্বপ্নের হাত ধরে। আবার অনেকে আছেন, নিজের যতো কষ্ট হোক না তা মেনে নিয়ে নিজের ভাই বা বোনকে শিক্ষিত করে, সমাজে প্রতিষ্ঠা করতে আজীবন ব্যয় করে। স্বপ্ন আসলে ধারাবাহিক। যারা স্বপ্ন দেখতে জানে তাদের স্বপ্ন দেখা থামে না।
নিজে আজীবন কষ্ট করে চেষ্টা করেও যখন সফল হতে পারে না তখন শুরু হয় সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা। শুরু হয় নতুন তোড়জোড়। অর্থ এবং সময় ব্যয় হতে থাকে ভবিষ্যৎ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে।কারো কারো ভাগ্য সুপ্রসন্ন হয় কষ্ট এবং সময় ব্যয় করাটায় সাফল্য হাতে পায় স্বপ্ন পূরণ হয়। তারা সৌভাগ্যের দলে। আর যারা অনবরত কষ্ট করে, চেষ্টা করেও নিজে দেখা স্বপ্ন পূরণ করতে পারে না,সেসব স্বপ্নগুলো ভাই-বোনকে দিয়ে এবং সন্তানদের দিয়ে পূরণ করতে পারে না তখন তার জীবন অমোঘ বেদনায় ঘিরে থাকে। তবুও স্বপ্ন সুন্দর -এটাই ভাবতে হবে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা অব্যাহত থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ও হ্রদের শহর
পরবর্তী নিবন্ধত্রিনয়নী দুর্গা জাগ্রত হোক প্রতিটি নারীর মধ্যে