তথ্যমন্ত্রীর উদ্যোগ রাঙ্গুনিয়ায় নির্মাণ হচ্ছে ৪ সাইক্লোন শেল্টার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় দুর্যোগকালীন আশ্রয় নিতে তৈরি হচ্ছে আধুনিক মানের ৪ টি পৃথক সাইক্লোন শেল্টার। উপজেলার কালাগাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমাম আবু হানিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এই সাইক্লোন শেল্টারগুলোর নির্মাণ কাজ চলছে। প্রতিটি সাড়ে ৪ কোটিরও অধিক টাকা ব্যয়ে ৩৫৭৯ বর্গমিটার আয়তনের ৩ তলা বিশিষ্ট এই ভবনগুলো করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে এই আধুনিক সাইক্লোন শেল্টারের প্রতিটিতে ভবনটির তৃতীয় তলায় আশ্রয় নিতে পারবে অন্তত ১৩শত মানুষ এবং দ্বিতীয় তলায় রাখা যাবে দুই শতাধিক গবাদিপশু। এছাড়া ভবনটির নিচতলায় সারাবছরই সামাজিক যেকোন বিয়েসহ নানা আচারঅনুষ্ঠান উদযাপন করা যাবে, এজন্য থাকবে একটি স্টেজ এবং স্কুল শিক্ষার্থীদের জন্য নিয়মিত শ্রেণি কার্যক্রম চালাতে শ্রেণিকক্ষও থাকবে। এছাড়া ভবনে সোলার সিস্টেম ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ভবন নিরাপদ রাখতে বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা এবং থাকবে উন্নতমানের আসবাবপত্র।এরবাইরেও অভ্যন্তরিন যোগাযোগ ব্যবস্থাসহ আধুনিক এই ভবনগুলে নির্মাণে পরীক্ষিত উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বহুমূখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় এই সাইক্লোন শেল্টারগুলো নির্মিত হচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার পারুয়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, মূল ডিসি সড়ক থেকে তিন কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে জঙ্গল পারুয়া এলাকার ইমাম আজম আবু হানিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পাশে একটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হচ্ছে। এদিন ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন এবং প্রকৌশলী কাজী শাহাদাত হোসেন। যথাযথ গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে ভবনগুলোর নির্মাণ কাজ সম্পাদন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে দক্ষিণজেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে