তক্তারপুল ব্রীজটি নির্মাণ করা হোক

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

মিয়াখাঁন নগর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আবদুল করিম রোডের বিভিন্ন সমস্যার মধ্যে তক্তারপুল ব্রীজ ও ওয়াসার পানি সংকট অন্যতম। দীর্ঘ ২ বৎসর আগে পুরান ব্রীজটি ভেঙে ফেলা হয় নতুন ব্রীজ নির্মাণ করার লক্ষ্যে। অনেক বৎসর পার হয়ে গেলেও ব্রীজটি নির্মাণ করা হয়নি। ব্রীজটির কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। এভাবে কাজ চললে আরো কয়েক বৎসর লাগবে ব্রীজটি শেষ করতে কে জানে। ব্রীজটির অভাবে প্রতিদিন হাজার হাজার লোক চরম দুর্ভোগ সহ্য করে অন্য পথে চলাচল করছে। মানুষের অশেষ দুর্ভোগের কথা চিন্তা করে সহসাৎ ব্রীজটি নির্মাণ করার জন্য মাননীয় মেয়র মহোদয়ের নিকট এলাকা বাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। অন্যদিকে ওয়ারসার পানির অভাবে এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই এলাকায় এখনও ওয়াসার পাইপ লাইন বসানো হয় নি। ময়দার মিল পর্যন্ত এসে পাইপ লাইন থেমে গেছে। তাই পানি সংকট নিরসনকল্পে ওয়াসার পানি সরবরাহ করে দুর্ভোগ লাঘব করা হোক। তক্তারপুল ব্রীজটির নির্মাণকাজ দ্রুত সমাপ্ত করে এলাকাবাসীর দুর্ভোগ লাগব করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মনজুর মিয়া,
আবদুল করিম রোড,
মিয়াখাঁন নগর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধপ্রকৃতির সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে হবে