ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন সংখ্যা বাড়ানো হোক

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় লাইব্রেরিতে সিট পাওয়া প্রতিযোগিতার মতো হয়ে গেছে। যদিও লাইব্রেরি খোলা হয় সকাল আট টায় তবুও শিক্ষার্থীরা সিট নিশ্চিত করার আশায় ফজরের নামাজের পর থেকে গেটের সামনে সিরিয়াল দিতে থাকে। এমন যদি কোনোদিন হয় যে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তবে সেদিন আর মিলছে না সিটে বসার সুযোগ। আবার এখানে আরো একটা কাজ হয়ে থাকে সেটা হলো, কিছু সঙ্গী/ সঙ্গিনী আছেন যারা কী না সিট দখল করে বসে থাকে। এর ফলেও অনেক সিট সংকট দেখা দিচ্ছে প্রতিনিয়ত। যেহেতু একটু দেরি হলে সিট মিলছে না, এই মনোভাবের কারণেই বিষয়টা এখন প্রতিযোগিতামূলক হয়ে গেছে বা যাচ্ছে। এমতাবস্থায় যদি সিটের ব্যবস্থা করা হয় তাহলে সেই ফজরের নামাজের পরে সিরিয়াল দিয়ে বসে থাকার ভোগান্তি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে। পাশাপাশি প্রায় সকলেই সুন্দরভাবে পড়াশুনা করতে পারবে এবং প্রতিযোগিতা মনোভাব কমে যাবে। সর্বশেষে, যেকোনো উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সিটের সংখ্যা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. আব্দুল ওহাব

শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধতপন সিংহ : বাংলা চলচ্চিত্রের ত্রাণকর্তা
পরবর্তী নিবন্ধআধুনিকতার স্রোতে হারিয়ে যাচ্ছে আন্তরিকতা