ঢাকা চট্টগ্রাম ব্যাংকক সিঙ্গাপুর রুটে বিমান চালুর দাবি মেট্রোপলিটন চেম্বার সভাপতির

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক-সিঙ্গাপুর বিমান পরিবহন রুট চালুর দাবি জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান।
গতকাল পাঠানো সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশে করোনা পরবর্তী প্রচুর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমাদের পোশাক শিল্পের প্রায় সমস্ত এঙেরিজ আসে পূর্ব এশিয়ার দেশ থেকে। যার জন্য দেশের বহু রপ্তানি শিল্প/ইপিজেড কর্মকর্তাদের ব্যাংকক, সিঙ্গাপুর হয়ে হংকং-চায়না যেতে হয়। কিন্তু চট্টগ্রাম থেকে এসব রুটে কোন ফ্লাইট না থাকায় একদিকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের রপ্তানি শিল্প তথা সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ঢাকার উপর জন চাপ বৃদ্ধি হয়ে এই সব ব্যবসায়ী এয়ারপোর্ট রোডে ভিড় বাড়াচ্ছে। এমতাবস্থায় আমরা আপনার নিকট অনুরোধ করছি, ঢাকাকে বাস উপযোগী রাখার জন্য সব কিছু ঢাকা কেন্দ্রীক না করে ঢাকা- চট্টগ্রাম- ব্যাংকক- সিঙ্গাপুর বিমান পরিবহন রুট চালু করলে ঢাকার জট কমানোসহ বন্দর নগরীর ব্যবসা সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধচিনির দাম লাগামহীন
পরবর্তী নিবন্ধচালু হচ্ছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ও বেজার প্রশাসনিক ভবন