ঢাকায় নেমে সাকিব জানালেন ফিরতে চান স্বরূপে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক সপ্তাহ আগে। এবার সাকিব আল হাসানের মাঠে ফেরার লড়াই। সেই লড়াইয়ে সামিল হতে তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন দেশে। ফেরার পর ওয়ানডের এক নম্বর অলরাউন্ডারের কণ্ঠে প্রত্যয় ছাড়িয়ে যেতে চান নিজেকে। ফিরতে চান স্বরূপে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গতকাল শুক্রবার ভোর রাতে ঢাকায় পা রেখেছেন সাকিব। বিমান বন্দরে সাংবাদিকদের সাকিব বলেণ এবারে একটা স্বস্তি নিয়ে দেশে এসেছি। এর আগে যখন এসেছি, তখন ওরকম স্বস্তিতে ছিলাম না। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার ভালোবাসা, দোয়া ও সমর্থন এসবের প্রতিদান দেওয়া। সাকিব বলেণ এবারের দেশে ফেরাটা অবশ্যই একটু ব্যতিক্রম। মাথার উপর যে চাপ ছিল সেটা ছেড়ে আসতে পারলাম।
দেশে ফিরে আপাতত কোয়ারেন্টিতে থাকবেন সাকিব। তবে লম্বা হবে না সেই কোয়ারেন্টিন। বিদেশি কোচরা দেশে ফেরার পর কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া স্বাপেক্ষে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কতৃপক্ষের যে বিশেষ ছাড় পেয়েছিলেন। সাকিবের জন্যও সেই ছাড়ের ব্যবস্থা করেছে বিসিবি। পরীক্ষায় নেগেটিভ হলে আগামী সোমবার হবে সাকিবের ফিটনেস পরীক্ষা। গত সেপ্টেম্বরে শ্রীলংকা সফরকে সামনে রেখে ১৫ দিন অনুীশলন করেছিলেন সাকিব। কিন্তু শ্রীলংকা সফর স্থগিত হয়ে গেলে অক্টোবরের শুরুতে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরবেন সাকিব। তবে নিজেকে পুরোপুরি ফিরে পেতে কিছুটা সময় লাগবে সেটিও জানিয়ে রাখলেন। তবে তাড়াহুড়ো করতে চান না সাকিব। অন্য সবার মতো আমারও সময় প্রয়োজন। আশা করি সময়টা পাব এবং তার ভেতরে নিজেকে ওভাবে তৈরি করে নিতে পারব। এই টুর্নামেন্ট শেষ হতে হতে পুরো ফিটনেস ফিরে পাবে বলে আশাবাদি সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা হতে পারে জানুয়ারিতে। যদি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল আসে বাংলাদেশে। সেদিকে তাকিয়েও বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। তবে কিছু না করেই এক নম্বরে থেকে যাওয়ায় খুব কৃতিত্বের কিছু দেখছেন না তিনি। বরং সামনে নিজেকে তুলে নিতে চান নতুন উচ্চতায়।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনা দলে ফিরলেন ডি মারিয়া
পরবর্তী নিবন্ধচূড়ান্ত ফল আসবে কখন?