ঢাকাকে হারিয়ে শেষ চারে রংপুর

ক্রীড়া প্রতিবেদন | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

ঢাকা ডমিনেটরসকে ২ উইকেটে হারিয়ে বিপিএলের প্লেঅফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আগেই শেষ চার নিশ্চিত হওয়া বাকি তিনটি দল হলো সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একে একে ছিটকে গেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা।

গতকাল শুক্রবার রাতের ম্যাচে রংপুরকে ১৩১ রানের লক্ষ্য দেয় ঢাকা। শরিফুল ইসলাম টানা দুই ওভারে উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিলেও নুরুল হাসান সোহান ও রনি তালুকদারের ৯৩ রানের জুটি বড় জয়ের আশা দেখায়। তবে ১০২/২ থেকে রংপুরের স্কোর হয়ে যায় ১২৪/৮। ২২ রানে ৬ উইকেট হারিয়ে হারে মুখে পড়ে দলটি। শেষে হারিস রউফের ৪ বলে ৭ রানের ইনিংসে ৩ বল হাতে রেখে জয় পায় রংপুর। রনি ৩৯ বলে ৩৪ রান করে আউট হন ঢাকার অধিনায়ক নাসির হোসেনের বলে। ততক্ষণে রংপুর পেরিয়ে যায় একশর গন্ডি। পরের ওভারে আঘাত হানেন শরিফুল।

এ বাঁহাতি পেসারের তৃতীয় শিকার হন অধিনায়ক সোহান। করেন ৩৩ বলে ৬১ রান। এবারের বিপিএলে করেন প্রথম ফিফটি। মারেন তিনটি ছয়, সাতটি চার। সহজ জয়ের পথে হুট করেই হোঁচট খায় রংপুর। পরের ওভারে নাসিরে শিকার শোয়েব মালিক। উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্লগ সুইপ করতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন। নিজের ৫০০তম টিটুয়েন্টি ম্যাচে করেন ৫ বলে ৭ রান। নাসির জোড়া শিকারে জয়ের আশা জাগান। তবে শেষ রক্ষা হয়নি। শেরবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে ঢাকা। আরিফুল হক ২৯ ও আবদুল্লাহ আল মামুন ২৩ রান করেন। আজমতউল্লাহ নেন দুটি উইকেট। রংপুরের বোলার মেহেদী হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ ও মোহাম্মদ নওয়াজ নেন একটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারকের ২০ বছর পূর্তি লোকায়ত আবৃত্তি উৎসব
পরবর্তী নিবন্ধশিশুদের প্রহরে শিশুদের উৎসব