ডোপ টেস্ট ছাড়া মিলবে না ড্রাইভিং লাইসেন্স

সিদ্ধান্ত কার্যকর আজ থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

ডোপ টেস্ট ছাড়া কোনো পেশাদার চালককে ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিআরটিএ। শুধু তা-ই নয়, নবায়ন করতে গেলেও লাগবে ডোপ টেস্ট। আজ রোববার থেকে তা কার্যকর করছে সরকারি সংস্থাটি। এ ব্যাপারে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, আমরা কাল (রোববার) থেকে বিষয়টি কার্যকর করব। কাল যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আসবে তাদের ডোপ টেস্টের সনদ লাগবে। জানা গেছে, পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় আবেদনপত্রের সঙ্গে সরকারি হাসপাতাল থেকে করা ডোপ টেস্টের সনদ বিআরটিএতে জমা দিতে হবে।
প্রসঙ্গত, পরিবহন চালকদের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা আজ থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে। গত ১৩ জানুয়ারি ডোপ টেস্ট বিষয়ক পরিপত্রে বলা হয়েছে ডোপ টেস্টের রিপোর্ট যদি পজিটিভ হয় বা তাতে কোনো বিরূপ মন্তব্য থাকলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন করা যাবে না। এই ডোপ টেস্ট সারা দেশে সব পর্যায়ের সরকারি হাসপাতালে করা যাবে বলে পরিপত্রে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরাজস্ব না দেওয়া প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে