ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির জরুরি সভা

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২৬ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির জরুরি সভা কমিটির অফিসে গত ২৩ জুলাই অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

সভায় ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। জরুরী ভিত্তিতে ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিহ্যাব সদস্যদের প্রকল্পসমূহ এডিস মশামুক্ত করার লক্ষ্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। বর্তমানে দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশংকার পরিপ্রেক্ষিতে রিহ্যাব সদস্যদের প্রতিটি প্রকল্পে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ফগার মেশিন দিয়ে মশক নিধন স্প্রে এবং বসবাসরত সকলকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন করার বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।কমিটির অন্যান্য সদস্য হলেন রিহ্যাবের পরিচালক আলহাজ ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, পরিচালক মাহবুব সোবহান জালাল তানভীর সদস্য মো. নাজিম উদ্দিন, মো. মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুধুমাত্র ০.৫% ক্লোরিন সলিউশনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব
পরবর্তী নিবন্ধজামালখানে ১২ সড়কের উন্নয়নে তিন কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প