ডেঙ্গুতে সারা দেশে এক দিনে রোগী ভর্তি ১৯৮৪, মৃত্যু ১০

| বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে আরও ১৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯ হাজার ৮৭৫ জনে। তাদের মধ্যে ৪২৬ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৭৩১ জন ঢাকার এবং ১২৫৩ জন ঢাকার বাইরের। গতকাল সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১১৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় পাঁচ হাজার ১০৭ জন ভর্তি। এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। আগস্টের ১৪ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৪৩ জন ডেঙ্গু রোগী, মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এর আগে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন, জুনে ৫,৯৫৬ জন এবং জুলাই মাসে ৪৩ হাজার ৮৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এ বছর সবচেয়ে বেশি ২০৪ জনের মৃত্যু হয় জুলাই মাসে। এর আগে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধঅশান্তি সৃষ্টি করলে আইনের আওতায় আনা হবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর হত্যাকারীরা ব্যর্থ হয়েছে : মেয়র